সিলেটের গোয়াইনঘাটে পূর্ব বিরোধের জেরে যুবক খুনের দুই দিনের মাথায় মারা গেলেন মা। আবদুল কাদির নামের ওই যুবককে খুন ও বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার সময় প্রতিপক্ষের হামলায় তার মাসহ পরিবারের কয়েকজন আহত হয়েছিলেন। রবিবার বিকেল ৩টার দিকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিহত আবদুল কাদিরের মা হাছিনা বেগম (৫৫)। তিনি গোয়াইনঘাট উপজেলার লাবু গ্রামের আবদুল খালিকের স্ত্রী।
জানা গেছে, প্রায় চার বছর আগের একটি হত্যাকাণ্ড নিয়ে লাবু গ্রামের আবদুল খালিক ও সাবেক ইউপি মেম্বার শামসুদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। ওই হত্যাকাণ্ড নিয়ে পাল্টাপাল্টি মামলাও চলছে। চার বছর আগের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ফের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে গত শুক্রবার রাতে প্রতিপক্ষের লোকজন আবদুল খালিকের ছেলে আবদুল কাদিরকে কুপিয়ে খুন করে তার বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রতিপক্ষের লোকজনের হামলায় আবদুল কাদিরের মা হাছিনা বেগমসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার বিকেল ৩টার দিকে হাছিনা বেগম ওসমানী হাসপাতালে মারা যান।
এদিকে, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। পুলিশ এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/হিমেল