সিলেটের বিশ্বনাথে বানভাসি মানুষের জন্য বরাদ্দ ত্রাণের চাল বিক্রির অভিযোগ উঠেছে এক মহিলা মেম্বারের বিরুদ্ধে। উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আলেয়া বেগম’র বিরুদ্ধে এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে এ অভিযোগ দেয়া হয়।
একই ওয়ার্ডের কালিজুরী গ্রামের প্রবীণ কৃষক কদর আলী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, আলেয়া বেগম এক হাজার টাকা নিয়ে একই গ্রামের কদর আলীর প্রতিবেশী অবন মালাকারের কাছে এক বস্তা ত্রাণের চাল বিক্রি করেন। ১০ কেজি করে জনপ্রতি চাল বিতরণের নিয়ম থাকলেও তিনি টাকার বিনিময়ে তাকে পুরো এক বস্তাই দিয়ে দেন। জিজ্ঞাসার এক পর্যায়ে অবন মালাকার চাল ক্রয়ের বিষয়টি স্বীকারও করেন তার কাছে। পরে তিনি অবনের ঘরে রাখা চালের বস্তার ছবিসহ ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে অবন মালাকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার স্ত্রী জানান, টাকার বিনিময়ে আমরা চাল কিনিনি। তিনি (মহিলা মেম্বার) এমনিতেই আমাদের চাল দিয়েছেন।
অভিযুক্ত মহিলা মেম্বার আলেয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, বন্যার শুরু থেকেই আমি মানুষের দ্বারে দ্বারে সরকারি সহায়তা পৌঁছে দিয়েছি। চাল বিক্রির প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, অভিযোগ পেয়ে তদন্তে পাঠানো হয়েছে। প্রমাণ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল