সিলেটে নিজ বসতঘর থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নীলিমা ফেরদৌসী ইভা (১৩) নামের ওই কিশোরী মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করছে তার পরিবার। বুধবার সকাল ১১টার দিকে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ইভা সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন শেখেরগাঁওয়ের সাজ্জাদুর রহমানের মেয়ে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, ইভা মানসিক ভারসাম্যহীন ছিলো বলে তার পারিবার জানিয়েছে। সে এর আগে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার সকালে পরিবারের লোকজনের অগোচরে বসতঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিডি প্রতিদিন/এএম