সিলেটে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেছে এক বৃদ্ধের। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট এয়ারপোর্ট থানার নয়াটিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নূর ইসলাম (৭০) এয়ারপোর্ট থানার পীরেরগাঁওয়ের মৃত আনছর আলীর ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, নূর ইসলাম বাড়ির পার্শ্ববর্তী জাউল্লা বিলে মাছ ধরতে যান। বিলের ধারে নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম