দোকানের ভেতর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক কর্মচারী। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোকামবাজারে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
নিহত সুবল বিশ্বাস (৩২) মোকামবাজারে নিশি বাবু নামক ব্যবসায়ীর দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ রেখে ঘুমাতে যান সুবল বিশ্বাস। রাতে কে বা কারা তাকে দোকানের ভেতর খুন করে লাশ ফেলে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাতেই লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা চুরি করতে গিয়ে সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা সুবল বিশ্বাসকে খুন করে থাকতে পারে।
এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- ঘিলাছড়ার ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে আতিক (২৫), একই গ্রামের রহমত আলীর ছেলে জিপু (২১), মধ্য যুধিষ্ঠিপুরের কামাল মিয়ার ছেলে জুবেল (১৭), মৌলভীবাজার জেলার বড়লেখা গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (১৯) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে চুরি করতে গিয়ে সুবলকে চোর চক্রের সদস্যরা শ্বাসরুদ্ধ করে খুন করেছে। ময়নাতদন্তের জন্য সুবল বিশ্বাসের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন