সিলেটের বিশ্বনাথে সপ্তাহব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ শুরু হয়েছে। ২৩-২৯ জুলাই মৎস্য সপ্তাহে উপজেলায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা মৎস্য অফিস।
শনিবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলার সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।
কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা, পোনা মাছ অবমুক্ত ও মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। সপ্তাহের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে মাইক যোগে প্রচারণা, পোনা মাছ নিধনকারী অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, মৎস্য চাষিদের বিশেষ পরামর্শ প্রদান, জনবহুল স্থানে মৎস্য সম্পর্কে প্রচারণা, সুফলভোগীদের প্রশিক্ষণ, বিভিন্ন উপকরণ বিতরণ এবং উপজেলা পর্যায়ে মৎস্য সপ্তাহ মূল্যায়ন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে আগামী ২৯ জুলাই।
বিডি প্রতিদিন/এমআই