সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশ যেন মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এ মহাসড়ক একের পর এক কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। আজও মহাসড়কটিতে ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনায়। এ দুর্ঘটনায় প্রাণ গেছে এক ট্রাক চালকের।
সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আজিজ মিয়া (৫৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার উপজেলার বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজ মিয়া ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব জানান, সোমবার সকালে একটি ট্রাক ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়চর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের দিক দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক আজিজ মিয়া মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি শেরপুর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর ট্রাক চালকের মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত