সিলেটে বালুবাহী বাল্কহেড নৌকার ধাক্কায় খেয়ানৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। নৌকাডুবিতে নিখোঁজ রয়েছেন ওই নারীর স্বামী। সোমবার বিকেল ৪টার দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া হাওয়ারুন বেগম (৪৫) গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদু’র স্ত্রী। আনফর আলী এখনো নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বাল্কহেড নৌকার চারজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সোমবার বিকেলে চেঙেরখাল নদী পার হচ্ছিলেন আনফর আলী, তার স্ত্রী ও এক শিশু সন্তান। এসময় বালুবোঝাই একটি বাল্কহেড নৌকা খেয়ানৌকাটিকে ধাক্কা দিলে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে হাওয়ারুন বেগমের মরদেহ ও শিশু সন্তানটিকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, পুলিশ চারজনকে আটক করেছে। বাল্কহেড নৌকাটি জব্দ করা হয়েছে। নিখোঁজ আনফর আলীর সন্ধানে মঙ্গলবার সকাল থেকে ফের অভিযান শুরু হবে।
বিডি প্রতিদিন/এএম