সিলেটে বালুবোঝাই বাল্কহেড নৌকার ধাক্কায় খেয়ানৌকা ডুবে নিখোঁজের দু’দিন পর আনফর আলী বাদু’র লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চেঙ্গেরখাল নদীর জলুরমুখ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত সোমবার বিকেলে জলুরমুখ এলাকায় স্ত্রী হাওয়ারুন বেগম ও নাতী রুহুল আমিনকে নিয়ে নদী পারাপারের সময় বালুবোঝাই বাল্কহেড নৌকার ধাক্কায় খেয়া নৌকাডুবে দুর্ঘটনাটি ঘটে। ওইদিন হাওয়ারুন বেগমের মৃতদেহ উদ্ধার হলেও স্বামী আনফর আলী বাদু নিখোঁজ ছিলেন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয় নাতী রুহুল আমিনকে। আনফর আলী গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের বাসিন্দা।
গোয়াইনঘাট থানার ওসি কে. এম. নজরুল ইসলাম জানান, বুধবার বেলা ২টার দিকে জলুরমুখ এলাকার একটি বাঁশঝাড়ের কাছে আনফর আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম