সিলেটে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিলসহ আটক হয়েছেন মহানগর স্বেচ্ছাসবেক দলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের (৪৩) ও তার এক সহযোগী। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বুধবার রাত ৮টার দিকে দরগাহ গেট এলাকা থেকে ১২ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নগরীর পূর্ব পীরমহল্লা এলাকার নাজিম উদ্দিন আক্তারের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা আবু সালেহ মো. তাহের (আবু তাহের) ও রাজারগলি এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে মো. বেলায়েত হোসেন।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে হাজির করে বিচারকের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
বিডি প্রতিদিন/এমআই