শিরোনাম
৬ আগস্ট, ২০২২ ১৪:১৭

সেই রনি এবার সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সেই রনি এবার সিলেটে

মহিউদ্দিন রনি এবার সিলেট রেলওয়ে স্টেশনে গিয়েছেন

রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি এবার সিলেট রেলওয়ে স্টেশনে গিয়েছেন। যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে তিনি শুক্রবার রাতে সিলেট রেল স্টেশনে গিয়ে পৌঁছান।

এসময় তিনি যাত্রীদের উদ্দেশ্যে লিফলেট বিতরণ করেন। মহিউদ্দিন রনি বলেন, ‌‘আপনারা কেউ যদি রেল খাতে ভোগান্তির শিকার হন তাহলে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযোগ করতে পারেন। কেউ অভিযোগ করে ফলাফল না পেলে আমাকে ইমেইল করতে পারেন। আনি আপনাদের হয়ে কাজ করব।’

তিনি বলেন, ‘সিলেটের মানুষ অনেক সচেতন। সিলেটে আসার পর আমরা তেমন কিছু পাইনি। এসে দেখলাম কোনো কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা ও দায়িত্বে অবহেলা করছেন কি না। তবে এ অঞ্চলের লোকজন সচেতন। তবে আমরা রেল স্টেশনে অবস্থানকালে ১ ব্যক্তিকে ব্ল্যাকে টিকিট বিক্রি করতে দেখেছি। পরে তাকে সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেছি।’

‘আমাদের সবাইকে সচেতন হতে হবে। অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বর্তমানে সবকয়টি রেল স্টেশন শৃঙ্খলার মধ্যে রয়েছে। এটাই ভালো লেগেছে। আমরা দুর্নীতিমুক্ত ও অব্যবস্থাপনামুক্ত রেল সেক্টর দেখতে চাই’,- বলেন রনি। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর