২৫ মে, ২০২৪ ১৬:৪৮

বিশ্বনাথে দাবদাহে হাঁসফাঁস জনজীবন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে দাবদাহে হাঁসফাঁস জনজীবন

ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে টানা কয়েকদিন থেকে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। প্রখর রোদ আর গরমের দাপটে অস্থির হয়ে উঠেছে জনজীবন। এর মধ্যে এক পশলা বৃষ্টি হলেও রেহাই মেলেনি গরমের তীব্রতা থেকে। খরতাপে ওষ্ঠাগত মানুষ অপেক্ষায় একটু হিমেল হাওয়া আর স্বস্তির বৃষ্টির জন্য।

সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.০৭ ডিগ্রি সেলসিয়াস। আজ আরও বৃদ্ধি পেতে পারে এ তাপমাত্রা।

তীব্র রোদ ও তাপপ্রবাহের কারণে কয়েক দিন থেকে হাটে-ঘাটে কমেছে মানুষের উপস্থিতি। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না কেউ। অনেককে ক্লান্ত শরীরে বসে থাকতে দেখা যায় গাছের ছায়ায়। শিক্ষাপ্রতিষ্ঠানে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি। অসহ্য গরমে অর্ধদিবসেই ছুটি হচ্ছে একাধিক স্কুল-মাদরাসা।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, ‘গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭.০৭ ডিগ্রি। আজ আরও বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। কেবল বৃষ্টি নামলেই কমবে এ তাপপ্রবাহ।’

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর