হবিগঞ্জের-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নাগরিক সমাজের ব্যানারে বুধবার দুপুরে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, রিচি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরিফা আক্তার কুমকুম, হবিগঞ্জ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বাদল কুমার রায়, ইমতিয়াজ তুহিন, নাট্যকার অনিরুদ্ধ কুমার শান্তুনু, সৈয়দ সোহেল প্রমূখ।
বক্তারা বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকি দাতা ও নির্দেশকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং তার নিরাপত্তা জোরদার করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। এছাড়া অন্যথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল