সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবের অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ চালিয়েছে আন্দোলনকারীরা।
রবিবার দুপুর ২টার দিকে মহানগরীর চন্ডিপুলস্থ অফিসে এই হামলা হয়।
জানা গেছে, দুপুর ২টার দিকে একদল আন্দোলনকারীরা অফিসের সামনে থাকা ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেয়। এসময় অফিসের গ্লাস, চেয়ার ভাঙচুর করা হয়।এ ব্যাপারে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আমার অফিস বন্ধ ছিল। এক দল দুর্বৃত্ত অফিসের সামনে হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত