চলমান আন্দোলনের ফলে শেখ হাসিনা পদত্যাগের ঘোষণা ছড়িয়ে পড়ার পরপরই হবিগঞ্জ শহরের প্রধান সড়কে বিজয় উল্লাস করেছে হাজারও ছাত্র-জনতা।
সোমবার (০৫ আগস্ট) দুপুর আড়াইটার থেকে শুরু হওয়া বিজয় উল্লাস বৃষ্টি উপেক্ষা করে চলে সন্ধ্যা পর্যন্ত। এসময় দেশের জাতীয় পতাকা হাতে তারা নানা ধরণের শ্লোগান দেন ছাত্র-জনতা।
শহরের থানার মোড় থেকে টাউনহল সড়ক পর্যন্ত কানায় কানায় পূর্ণ ছিল সাধারণ ছাত্র-জনতায়। টাউন হল প্রাঙ্গণে হাজারো ছাত্র জনতার শ্লোগানে শ্লোগানে মুখড়িত হয়ে উঠে।এছাড়াও জাতীয় পতাকা হাতে কেউ বা রিকশা যোগে আবার কেউবা মোটরসাইকেল যোগে ঘুরে বেরিয়েছে পুরো শহর। এসময় সড়কের দুপাশে দাড়িয়ে ছাত্র জনতার সাথে বিজয় উল্লাস প্রকাশ করে অনেক নারী ও বৃদ্ধরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ