সিলেটের বিশ্বনাথ থানা ভবনে হামলা চালিয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পুুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ও একাধিক মোটরসাইকেল।
এ সময় কৌশলে আত্মরক্ষা করেন থানা পুলিশ সদস্যরা। একপর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ইএনও’র বাসভবন, উপজেলা পরিষদ ভবন ও অডিটোরিয়াম। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গতকাল সন্ধ্যায় ও রাতে এসব ঘটনা ঘটে।
থানা পুলিশের এক সদস্য জানিয়েছেন, ‘ভবনে হামলা করে গাড়ি পুড়ানো হয়েছে। আমরা অন্যত্র নিরাপদে আছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ