সিলেট সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপুরে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার দিবাগত রাত ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার লামাপুঞ্জি এলাকা থেকে ভারতীয় পণ্যের ওই চালানটি জব্দ করা হয়।
জব্দকৃত চালানে ছিল ৫০ পিস শাড়ি, ১৭ হাজার ৭৬৬ পিস চশমা, ১৭৮ কেজি পোস্তদানা, ২৪০ কেজি চা পাতা, ১৩ হাজার ৯৯৭ পিস ক্রিম, ৬৪৮ পিস মুভ স্প্রে, ১ হাজার ৩৭ পিস জনসন ক্রিম, ১ হাজার ৭১০ পিস হোয়াইট টন ক্রিম। এসব পণ্যের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার ৬৯০ টাকা বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।বিডি প্রতিদিন/হিমেল