সিলেটে নিখোঁজের পর এক শিশুর লাশ বাড়ির পাশে বিলের পানিতে পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার রশিদপুরের নিকটবর্তী বিল থেকে মো. তাহমিদ হোসেন তান্না (১০) নামের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
তান্না দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর গ্রামের মৃত শাহরিয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেল থেকে তান্না নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশর্^বর্তী বিলে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন জানান, শিশুটির বাবা নেই। মা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি আসার পর ময়নাতদন্তের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম