সিলেটে পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে জৈন্তাপুর উপজেলায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নয়াগ্রাম আগফৌদ গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৭) ও ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আবদুল মান্নান (৪৫)। এর মধ্যে আবদুল মান্নান বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। আর নাহিদ বাড়ির বাইরে দাঁড়ানো ছিল। উভয়ই বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।
বিডি প্রতিদিন/একেএ