বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সিলেটে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার তেতলী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া নিজাম উদ্দিন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন। বুধবার নিজাম উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, নিজাম উদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই