সিলেটে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী টি-টোয়েন্টি সিরিজ। এ উপলক্ষে আজ বুধবার দুপুর ২টায় সিলেটের মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। এসময় ‘চা কন্যা বেশে’ ট্রফি উন্মোচনে অংশ নেন দুইদলের অধিনায়ক।
ট্রফি উন্মোচন উপলক্ষ্যে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাকে চা-বাগানে যান বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস। প্রথমে তারা শ্রমিকবেশে কিছু সময় চা পাতা সংগ্রহ করেন এবং ফটোসেশন করেন। পরে ব্যতিক্রমভাবে এই ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক।
এদিকে, আগামীকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ গড়াবে। তিন ম্যাচ সিরিজের অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ও ৯ ডিসেম্বর। উল্লেখ্য, এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।
বিডি-প্রতিদিন/শআ