সিলেট সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই ধরা পড়ছে কোটি টাকার ভারতীয় পণ্যের চালান। সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা এসব পণ্য নিয়ে আসছে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে ধরা পড়ছে রসুন ও শিং মাছসহ বিভিন্ন পণ্য।
আজ শুক্রবার সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের টহল দল।
বিজিবি জানায়, শুক্রবার সিলেটের পান্থুমাই, তামাবিল, নোয়াকোট, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, লবিয়া, পাথর কোয়ারি ও সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, থান কাপড়, শীতের কম্বল, জিরা, চকলেট, বিড়ি, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করতে সক্ষম হয়। এসময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত কয়েকটি নৌকা আটক করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাকারবার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ