সিলেটে গর্ত করে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের মালিকানাধীন রোপওয়ে এলাকা থেকে গভীর গর্ত করে পাথর উত্তোলনের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের ছেলে। লিটনের মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
জানা যায়, প্রতিদিনের মতো অন্যান্য শ্রমিকদের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় পাথর তুলতে যান লিটন মিয়া। সকাল ৯টার দিকে হঠাৎ করে গর্তের উপর থেকে মাটি ও পাথর ধসে পড়ে। এতে চাপা পড়েন লিটন মিয়া। গুরুতর আহত লিটনকে উদ্ধার করে অন্য শ্রমিকরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম