সিলেটের কোম্পানীগঞ্জে মঙ্গলবার মাছ কেনাকে কেন্দ্র করে তিন গ্রামের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এমন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য জায়গায় ছড়ানোর দায় রুবেল আহমেদ (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।
বুধবার দুপুরে কোম্পানিগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। আটক রুবেল আহমেদ কোম্পানিগঞ্জ উপজেলার বউবাজার এলাকায় ইসলামপুরের বাসিন্দা বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মঙ্গলবার নয়াগাঙ্গেরপাড় ও ইসলামপুরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, এমন গুজব ছড়ানোয় দায় রুবেল আহমেদ (৩০) নামে একজনকে আটক করা হয়। তাকে বর্তমানে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিস্তারিত পরে জানানো হবে। বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ, গত ১৯ জানুয়ারি টুকেরগাঁও বৌবাজারে মাছ কিনতে যান উপজেলার নয়াগাঙ্গেরপাড় গ্রামের সম্রাট নামের এক ব্যক্তি। এসময় মাছের দাম নিয়ে ইসলামপুর গ্রামের শাহ আলমের সাথে তার ঝগড়া হয়। এনিয়ে নয়াগাঙ্গেরপাড় ও ইসলামপুরের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দুইপক্ষের ৪ জন আহত হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সালিশে মিমাংসার উদ্যোগ নেন। মঙ্গলবার সকালে নয়াগাঙ্গেরপাড় গ্রামের লোকজন বৌবাজারে আসলে তাদের বাধা দেন ইসলামপুর ও বৌবাজারের লোকজন। একপর্যায়ে তিন গ্রামের মধ্যে শুরু হয় সংঘর্ষ। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। পরে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হন।
বিডি প্রতিদিন/আরাফাত