সিলেটে সড়কে ট্রাক, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সিলেট এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ আহমদ (২০) সিলেট মহানগরীর শাহপরাণ এলাকার বাহুবল আবাসিক এলাকার আবদুল হকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক সিলেট নগরীর দিকে আসছিলেন। মালনীছড়া চা বাগান এলাকায় আসার পর ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেল দুটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী এক যুবক ছিটকে ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ৩ জন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সিলেট এয়ারপোর্ট থানার এসআই আতিকুর রহমান জানান, দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম