চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়–য়া বলেন, ‘নতুন ব্রিজ এলাকার বাস্তুহারা কলোনির পাশে ষাটোর্ধ্ব এক নারীর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার