ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের তিনটি কাউন্টার এবং পাঁচটি তফসিলি ব্যাংকের ছয়টি শাখায় ৯ দিন ‘বিনিময়’ কর্মসূচি চলবে। এবার প্রতিজনকে সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট দেওয়া হবে। এর মধ্যে ১০০, ৫০, ২০, ১০ টাকা নোট থাকবে। আগামী ৩ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া এ নতুন নোট পাওয়া যাবে।
নির্ধারিত তফসিলি ব্যাংকগুলো হচ্ছে এবি ব্যাংক ইপিজেড শাখা, সাইথ ইস্ট ব্যাংক হালিশহর শাখা, ইসলামী ব্যাংক বহদ্দারহাট শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাহাড়তলী ও পটিয়া শাখা এবং পূবালী ব্যাংক কুলগাঁও শাখা (অক্সিজেন মোড়)।
বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, ‘ধনী-গরিব নির্বিশেষ আগ্রহী সবাই লাইনে দাঁড়িয়ে ব্যাংক চলাকালীন সময়ে নতুন নোট সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে সর্বোচ্চ নজরদারি করবে।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন