চট্টগ্রামের পটিয়া উপজেলার বড় উঠানের দৌলতপুর গ্রামে থেকে রাশেদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ এখনো কোনো তথ্য উদঘাটন করতে পারেনি।
তবে রাশেদার ভাই মো. সেলিমের দাবি, ‘আমার বোন আত্মহত্যা করেনি। স্বামী জসিম উদ্দিনের সঙ্গে দাম্পত্য কলহের জেরে তাকে প্রাণ দিতে হয়েছে।’
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বাসু দেব প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘গত মঙ্গলবার দিনগত রাতে সেহেরি খেয়ে বাড়ির অন্য সবার সঙ্গে ঘুমাতে যান রাশেদা। সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির শৌচাগারের বাঁশের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।’
রাশেদার ভাই বলেন, ‘১৫ বছর আগে জসিমের সঙ্গে বিয়ে হয় রাশেদার। তবে বছর দুয়েক আগে জসিম আরেকটি বিয়ে করার খবরে উভয়ের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। পরে বিচার-সালিসের মাধ্যমে আবার স্বামীর ঘরে ফিরে যান রাশেদা।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন