চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে এক ট্রাকচালক (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট সরওয়ার আলম বলেন, চট্টগ্রামমুখী অজ্ঞাত পরিচয়ের একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক (ঢাকামেট্রো ট-১৬-৬১৫৪)। ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের একটি গাড়ি এসে উদ্ধার অভিযান চালায়। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাকের ভেতর চালকের মরদেহ পাওয়া যায়।
মরদেহটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম