চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মান্নান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে বায়েজিদ বোস্তামি থানার হিলভিউ আবাসিক এলাকার এ দুর্ঘটনা ঘটে।
আব্দুল মান্নান কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মো. দুলালের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, আব্দুল মান্নান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম