বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, জনসচেতনতা তৈরি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় তামাকমুক্ত দেশ গড়া সম্ভব। এর কোনো বিকল্প আমাদের সামনে নেই। আমাদের স্বাস্থ্য ক্ষতি কমিয়ে আনতে তামাকমুক্ত বাংলাদেশ গড়া এখন সময়ের দাবি।’
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং উন্নয়ন সংস্থা ইপসা এর যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম। শোভাযাত্রা শেষে বিশ্ব তামাকমুক্ত দিবস ’১৮ এর প্রতিপাদ্য ‘তামাক করে হৃৎপিন্ডের ক্ষয় : স্বাস্থ্যকে ভালোবাসি তামাককে নয়’ শীর্ষক আলোচনা সভা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. অসীম কুমার নাথ, সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মো: হুমায়ূন কবির, বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম) ডা. মোহাম্মদ নুরুল হায়দার, বক্তব্য রাখেন ইপসা কর্তকর্তা ওমর শাহেদ হিরু, প্রতিপাদ্য বিষয়ের উপর উপস্থাপনা তুলে ধরেন ইপসা’র টিম লিডার নাছিম বানু।
বিডি প্রতিদিন/এ মজুমদার