চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ দিদারুল আলম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নগরীর কোতোয়ালী থানার রিয়াজুদ্দীন বাজার এলাকা থেকে শুক্রবার ভোররাতে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, পুলিশের একটি দল রিয়াজুদ্দিন বাজারে অভিযানে যায়। কয়েকজন লোক পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দিদারুলকে ধরে ফেলে। পরে দেহ তল্লাশি করে তার কাছে সেভেন পয়েন্ট ফাইভ বোরের একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আলী জিন্নাহ তাকে অস্ত্রটি বিক্রি করার জন্য দিয়েছিল।
বিডি প্রতিদিন/০১ জুন ২০১৮/আরাফাত