চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্পিডবোট ও যাত্রীবাহী নৌকার সংঘর্ষে পানিতে পড়ে নিখোঁজ আবদুল খালেকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তাকর্মীরা তার মরদেহ খুঁজে পান। পরে তার পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যান।
কর্ণফুলীর শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক এয়ার হোসেন সোহেল বলেন, ‘গত রবিবার রাত ৮টায় কর্ণফুলী নদীর সল্টগোলার ডাঙ্গারচর এলাকায় স্পিড বোট ও যাত্রীবাহী নৌকার সংঘর্ষে পানিতে পড়ে নিখোঁজ হন আবদুল খালেক। তল্লাশি করেও তখন তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু গত সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের ৭ নম্বর জেটি এলাকায় এমভি ইভানিয়া নামক জাহাজের নকশা দেখার সময় জাহাজ থেকে নদীতে পড়ে মার্কোপোলোস ভেসিলিউস (৫৮) নামে এক বিদেশি ক্যাপ্টেন নিখোঁজ হন। তাকে খুঁজতে গিয়ে বন্দরের নিরাপত্তাকর্মীরা একটি মরদেহ পান।’
তবে নিখোঁজ নাবিককে এখনো খুঁজে পাওয়া যায়নি বলে বন্দর সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/৫ জুন ২০১৮/হিমেল