অস্ত্র ও গুলিসহ চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে আমরা জানতে পারি টাইগারপাসের পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির সামনের রাস্তার ওপর ১০-১২ জন সশস্ত্র ডাকাত জড়ো হয়েছে। এরপর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে কাঠের বাঁটসহ ২৯ ইঞ্চি লম্বা একটি দেশি বন্দুক, ২টি কার্তুজ, ১টি ১০ ইঞ্চি লম্বা কালো রঙের ছোরা, ১টি সাড়ে ১০ ইঞ্চি লম্বা সিলভার রঙের ছোরা জব্দ করা হয়েছে।
ছিনতাই ও ডাকাতিই তাদের আয়ের একমাত্র উৎস স্বীকার করে আসামিরা জানিয়েছে, রমজানে নগর থেকে ভোরবেলা ট্রেনযাত্রীরা মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার সময় ছিনতাই ও ডাকাতি করার জন্য তারা জড়ো হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার