চট্টগ্রামে ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলা থেকে পৃথক ঘটনায় দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে। ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে সকালে ইয়াসিন আলী (৩৫) নামের এক টমটম চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ইয়াসিন ৭ নম্বর ওয়ার্ডের খায়ের মোহাম্মদ বাড়ির শামসুল আলমের ছেলে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন বলেন, ধারণা করা হচ্ছে স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, সকালেই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদবাদ ইউনিয়নের ধলই ব্রিজ এলাকা থেকে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন ভূঁইয়া বলেন, মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ দুর্ঘটনায় পড়ে নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা