চট্টগ্রাম নগরের ষোলশহর গ্রিনভ্যালি আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনের ৬ষ্ঠ তলার ৬বি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিভিন্ন মডেলের ৭৫টি মোবাইল ফোন ও ৫ লাখ টাকা উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর বলেন, ‘ইয়াবা ব্যবসার খবর পেয়ে গ্রিনভ্যালী আবাসিক এলাকার রিদোয়ান ম্যানশনে অভিযান চালিয়ে পুলিশ ওই বাসা থেকে মোট ৬০টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ১৫টি অন্যান্য মোবাইল সেট ও নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারি শাবনুরসহ সহযোগীরা পালিয়ে যান। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
বিডি-প্রতিদিন/ ই-জাহান