চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে মো. হুমায়ুন (৪০) নামে পাঁচ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ।
গ্রেফতার মো. হুমায়ুন বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকার মো. কালুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা জানান, ১টি এলজি ও ১০০০ পিস ইয়াবা এবং ১ রোল ফয়েল পেপারসহ পলাতক আসামি মো. হুমায়ুনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী, আনোয়ারা এবং বাকলিয়া থানায় মোট পাঁচটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম