চট্টগ্রাম নগরের প্রবেশমুখ শাহ আমানত সংযোগ সেতু (নতুন ব্রিজ) এলাকায় ট্রাকের ধাক্কায় চারজন নিহত ও আটজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন হলেন নাসরিন আক্তার (৩৫), হাসিনা (৪০) ও শাহপরান (২৮)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আহতরা হলেন আবদুস সাত্তার (৪০), ইমরান (৬), আবদুর রহমান (৪০), অনিল বড়ুয়া (৪৫), শারমিন আক্তার (২৩), রিগান (৩৩), সিফাত (১৬), দিদার (৩০) ও জাহাঙ্গীর আলম (৪৫) ।
প্রিয়জন হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হতাহতদের স্বজনেরা
এদিকে সকাল ৮টার সময় নগরীর একে খান মোড়ে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানচাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হন।
বিডি প্রতিদিন/ফারজানা