চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবাসহ মো হুমায়ন নামে এক পেশাদার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি এলজি, ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হুমায়ন ওই এলাকার মো কালুর ছেলে।
বাঁশখালী থানার ওসি সালাউদ্দিন হীরা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হুমায়নকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া হুমায়ন একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে বাঁশখালী, আনোয়ারা এবং নগরীর আনোয়ারা থানায় পাঁচটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর