হত্যার পর প্রাইভেটকারে করে নিয়ে সমুদ্রে লাশ ফেলতে যাওয়ার সময় দু’জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা এলাকায়। সেখানকার কাট্টলী সড়ক থেকে ওই দু’জনকে আটক করা হয়।
এ সময় প্রাইভেটকার থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
আকবরশাহ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিবুর রহমান বলেন, এক ব্যক্তিকে হত্যার পর প্রাইভেটকারে করে সমুদ্রে লাশ ফেলে দিতে নিয়ে যাচ্ছিলেন চারজন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দু’জনকে আটক করে। প্রাইভেটকার থেকে লাশটিও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, এ সময় দু’জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলছে। আটক দু’জন থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম