দেশব্যাপী নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ঘর্মঘটের কারণে চট্টগ্রাম থেকেও সারাদেশে নৌপথে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে মাদার ভ্যাসেল থেকে পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন লাইটারেজ জাহাজের শ্রমিকরা। তাই কর্ণফুলী নদীতে অলস বসে আছে অন্তত দেড়শ লাইটারেজ জাহাজ। একইভাবে রফতানি পণ্য লোড করতে এবং আমদানি পণ্য খালাসের অপেক্ষায়ও বন্দরের বহির্নোঙ্গরে বসে আছে বেশকিছু মাদার ভ্যাসেল। চট্টগ্রাম বন্দরের ভেতরে স্বাভাবিক থাকলেও সার্বিকভাবে পণ্যপরিবহন ও উঠানামায় অচলাবস্থা দেখা দিয়েছে।
এদিকে ১১ দফা দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন সোমবার রাত ১২টা থেকে দেশব্যাপী ধর্মঘট শুরু করেছে। এরই অংশ হিসেবে চট্টগ্রামেও নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করছে। লাইটারেজ জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ জানান, ধর্মঘটের কারণে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট ও সংলগ্ন নদীতে প্রায় ১৫০ জাহাজ অলস বসে আছে। ৫০টি জাহাজ পণ্য খালাসের জন্য বহির্নোঙ্গরে গেলেও সেখানেও কাজ করছেন না শ্রমিকরা।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, বন্দরের ভেতরে জেটিতে পণ্য খালাসে কোনো সমস্যা নেই। এখানে তো লাইটারেজ শ্রমিকদের কোনো কাজ নেই। তবে সমস্যা হচ্ছে বর্হিনোঙ্গরে। সেখানে পণ্য উঠানামা বন্ধ হয়ে গেছে। এতে মাদার ভ্যাসেলগুলোর ওপর ওয়েটিং চার্জ আরোপ হবে। ২৪ ঘণ্টা পার হওয়ার পর পরিস্থিতি আরো অবনতির দিকে দিকে যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার