চট্টগ্রামের পতেঙ্গার কাটগড়ে গাড়ি চাপায় সুমন মিয়া (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুমন একে খান গ্রুপের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদুর রহমান জানান, নগরীর কাটগড় চর পাড়ার হোসেন মিস্ত্রি ও স্থানীয় ঝাল মুড়ি বিক্রেতা কাজল মিয়া শুক্রবার রাত ১১টার দিকে সুমন মিয়াকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাদের ভাষ্যমতে রাস্তা পারাপারের সময় কোন দ্রুত গতির যান সুমনকে চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নিহতের ছোট ভাই মোহাম্মদ হাসান বলেন, সুমন লালখান বাজার একে খাঁন স্টাফ কোয়াটারে বসবাস থাকতেন। তাদের বাড়ি ঢাকার বিক্রমপুরে। সুমনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর