স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইন প্রয়োগকারী সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী সেই আলোচিত গডফাদার সাইফুল করিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার বিকালে দুদক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ডবলমুরিং থানায় মামলাটি (নং-৫৬) বাদী হয়ে দায়ের করেন বলে জানান দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তদন্তে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে অনেক। এতে মামলায় সাইফুল করিমের বিরুদ্ধে ১ কোটি ৬৬ লাখ ৫ হাজার ৭৮৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তবে সাইফুল করিমের অবৈধ সম্পত্তি জব্দ করতে দুদকের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে বলেও জানা গেছে।
জানা যায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় এই ‘ইয়াবা গডফাদার’ সাইফুল করিম দীর্ঘদিন ধরেই ইয়াবাসহ নানা অবৈধ ব্যবসা করে আসছিল। চট্টগ্রাম নগরীসহ বিভিন্ন স্থানে বিশাল সাম্রাজ্যসহ গড়ে উঠেছে সংঘবদ্ধ অবৈধ ব্যবসায়ী চক্র। তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি টেকনাফ উপজেলার শিলবুনিয়া পাড়ার ডা. হানিফের ছেলে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন