নগরীতে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্যজন গাড়িচাপায় মৃত্যুবরণ করেন। রবিবার সকালে ফৌজদারহাট বাইপাস মোড় ও নগরের মাঝিরঘাট এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ফৌজদারহাট বাইপাস মোড়ে একটি কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়াছিন (৩৫) নামে এক ব্যক্তি আহত হন। সকাল ৯টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. ইয়াছিন ফেনী জেলার সদর থানার বাতানিয়া এলাকার কামাল হোসেনের ছেলে।
অন্যদিকে মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় একটি ভবনে সিঁড়ি বেয়ে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউনুছ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। নিহত মো. ইউনুছ ভোলা জেলার শশীভূষণ থানার জাহানপুর গ্রামের আবদুল খালেকের ছেলে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম