চট্টগ্রাােমর মিরসরাইয়ে লেগুনা ও কার্ভাডভ্যানের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রারম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. মামুন (৪৫), রহিমউল্লাহ (৪০), মাহমুদুল হক (৪৫), জাহাঙ্গির আলম (২৫), মিঠাই বিশ্বাস (৫০) ও সিরাজুল ইসলাম (৫০)।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাইয়ের ওয়ারলেস মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, আহতদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ফায়ার স্টেশন থেকে একটি গাড়ি গিয়ে উদ্ধার অভিযান চালায়। আহতরা লেগুনার যাত্রী বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার