চট্টগ্রামের রাঙ্গুনীয়ার প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সেই সন্ত্রাসী ওসমান (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ওসমান থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও পলাতক আসামি ছিল।
তিনি রাঙ্গুনীয়ার মধ্যম সরফভাটা এলাকার আবুল কালামের ছেলে। গত রবিবার রাতে চমেকে মারা গেছেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। এর আগে শনিবার ভোরে রাঙ্গুনীয়ার ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়।
রাঙ্গুনীয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভুঁইয়া বলেন, ফরেস্ট অফিস এলাকায় প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছিল পলাতক সন্ত্রাসী মো. ওসমান। এই সন্ত্রাস বিরদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন