চট্টগ্রামের সীতাকুন্ড প্রাইম মুভার ট্রেইলার চালক শাহজাহান সাজুর খুনিকে গ্রেফতারের পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিক নেতারা।
সোমবার ভোর থেকে এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেন প্রাইম মুভার চালক ও শ্রমিকরা। তাছাড়া সকাল থেকেই নগরীর সল্টগোলা এলাকায় বিক্ষোভও প্রদর্শন করেন। আলোচনার মাধ্যমে বেলা দুইটার দিকে প্রায় ৩ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেন বলে জানান চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দীন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সভাপতি মৃণাল চৌধুরী বলেন, প্রাইম মুভার শ্রমিক সাজুর খুনিকে গ্রেফতার করা হয়। পরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল