চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত প্রকৃত আসামি ধরতে গিয়ে ভুল তথ্যের কারণে গ্রেপ্তার হওয়া নিরপরাধ সেই নুরুল আবছার ১৩ দিন পরেই জেল থেকে মুক্তি পেয়েছেন। নুরুল আবছার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মধ্যম গারাংগিয়া এলাকার মৃত নুরুন্নবীর ছেলে। সোমবার পঞ্চম যুগ্ম-মহানগর দায়রা জজ মো. জহির উদ্দিনের আদালত এ আদেশ দেন বলে জানান উক্ত আদালতের পেশকার ফরিদ আহমদ।
তিনি বলেন, নুরুল আবছারকে যে মামলা গ্রেপ্তার করে সাতকানিয়া পুলিশ কারাগারে পাঠিয়েছিল সেই মামলার প্রকৃত আসামি সাতকানিয়া উপজেলার গারাংগিয়া হাতিয়ারপুল এলাকার নুরুল কবির আলমের ছেলে নুরুল আবছার (৩৩)। তিনি চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মিঠাগলি ফজিলা মার্কেটের নিউ মোটর বিতানের মালিক। তিনি বলেন, সাতকানিয়া থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামি ধরতে ভুলবশত প্রকৃত আসামি নুরুল আবছারের পরিবর্তে আরেকজন নুরুল আবছারকে গ্রেপ্তার করে। পরে আবেদনের মাধ্যমে প্রয়োজনীয় ডকুমেন্টস আদালতে উপস্থাপন করলে আবছারকে মুক্তির আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, আসামি নুরুল আবছার একটি বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধে বহদ্দারহাট শাখার অ্যাকাউন্টের বিপরীতে ২০১৪ সালের ১ এপ্রিল ১ লাখ ৩৮ হাজার ১৮১ টাকার চেক প্রদান করেন। ১৭ এপ্রিল সেই চেক ডিসঅনার হয়। পরে ব্যাংক প্রধান কার্যালয়ের পক্ষে ওয়াসা শাখার সহযোগী ম্যানেজার জসিম উদ্দিন বাদী হয়ে নুরুল আবছারের নামে আদালতে চেক প্রতারণার মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৩ এপ্রিল এ মামলায় আসামি নুরুল আবছারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থ জরিমানা করেন পঞ্চম যুগ্ম-মহানগর দায়রা জজ জহির উদ্দিনের আদালত।
বিডি-প্রতিদিন/মাহবুব