চট্টগ্রাম নগরীর খুলশী থানায় এসে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ বেলাল (৪৩) নামে পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ এক সন্ত্রাসী।
বুধবার দুপুরে বেলাল নিজেই খুলশী থানায় এসে আত্মসমর্পণ করেন।
বেলাল পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী। তিনি নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘পুলিশের তালিকায় ডাকাত বেলাল হিসেবে তার নাম অন্তর্ভুক্ত আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় ১১টি এবং অন্য থানায় ২টি মামলা আছে। এর বাইরে কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। ২টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বেলাল সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলাম। বুধবার বিকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে তিনি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন