চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ছিনতাইকারীর নাম শহীদুল ইসলাম খোকন। বুধবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতার হওয়া খোকনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সাতটি ছিনতাই মামলা রয়েছে। খোকন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মৃত আবু তালেবের ছেলে। তিনি নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় বসবাস করতেন।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার হওয়া খোকন স্কুল ব্যাগে একটি ওয়ানশূটার গান নিয়ে ঘুরাঘুরি করছিল। তাকে দেখে সন্দেহজনক মনে হলে টহল পুলিশ আটক করে ওয়ানশূটারটিসহ তাকে গ্রেফতার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার